টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ব্যাট হাতে ঝলক দেখালেন ওপেনার জাওয়াদ আবরার। তার ব্যাটে ভর করেই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে ব্যাট করতে নেমে শক্ত ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। কালাম ১৯ রানে আউট হলেও, থেমে থাকেননি আবরার। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম ২৩ রানে রানআউট হয়ে ফেরার পর কিছুটা চাপ তৈরি হয় বটে, তবে তা দুর্দান্তভাবে সামাল দেন রিজান হোসেন।
Leave a Reply