শরিফুল ইসলাম ভূঁইয়া
রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি।
“ক্রীড়াই ঐক্য, ক্রীড়াই শক্তি “এই প্রতিবাদ্যে উপচে পড়া দর্শক সমাগম ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে লামচর টাইগার স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় রামগঞ্জ একাদশ বনাম লামচর একাদশের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।
শুক্রবার(২রা মে ) লামচর স্কুল মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল হোসেন ভূঁইয়ার তত্বাবধানে প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক টিপু সুলতান ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২দলীয় জোটের মুখপাত্র রামগঞ্জ আসনের ২০১৮ সালের ধানের শীষ প্রতিকের নির্বাচন কারী শাহাদাত হোসেন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রামগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।
রামগঞ্জ সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম
রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন।
রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ মাহাবুবুর রহমান (ভিপি বাহার)। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী। রামগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক শেখ কামরুজ্জামান,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ। সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাচ্চু সহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রমূখ।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং যুব সমাজকে বিপথগামী হতে ফিরে এনে খেলাধুলা ও সংস্কৃতি মনা হিসেবে গড়ে তুলতেই এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
লামচর বনাম রামগঞ্জ উপজেলা গোলশূণ্য ড্র.. ট্রাইব্রেকারেও ফলাফল নির্ধারণ না হওয়া দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় ট্রফি ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়
Leave a Reply