1. admin@dainikadhunikkhabor.com : adhunikkhabor :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
বেকিং নিউজ :
গাজীপুর জেলা মহানগর এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন গাজীপুরে চোরাই মোটরসাইকেল ঢাকায় উদ্ধার গ্রেফতার ১ ৬ দফা দাবিতে জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন। গাজীপুরে গ্যাস চুরির মহোৎসব: তিতাস কর্মকর্তার যোগসাজশে টাকার বাণিজ্য উপদেষ্টা মাহবুব আলমের মাথায় বোতল নিক্ষেপ প্রতিবেদন: উত্তরা মেট্রোর নিচে রাইসা পরিবহনে দুর্বৃত্তদের আগুন গাজীপুরে চলছে বিশেষ অভিযান ও তল্লাশি গাজীপুর স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে নিন্দা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গাজীপুরে এম এ মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
শিরোনাম :
গাজীপুর জেলা মহানগর এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন গাজীপুরে চোরাই মোটরসাইকেল ঢাকায় উদ্ধার গ্রেফতার ১ ৬ দফা দাবিতে জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন। গাজীপুরে গ্যাস চুরির মহোৎসব: তিতাস কর্মকর্তার যোগসাজশে টাকার বাণিজ্য উপদেষ্টা মাহবুব আলমের মাথায় বোতল নিক্ষেপ প্রতিবেদন: উত্তরা মেট্রোর নিচে রাইসা পরিবহনে দুর্বৃত্তদের আগুন গাজীপুরে চলছে বিশেষ অভিযান ও তল্লাশি গাজীপুর স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে নিন্দা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গাজীপুরে এম এ মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

পুনরায় আবার জেল গেট থেকে আটক আওয়ামী লীগ নেতা

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫ বার শেয়ার হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন
জেলা প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর খান মো. সাঈদ হোসেন জসিম নামে আওয়ামী লীগের এক নেতাকে জেল গেটের সামন থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস ২ দিন কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

সোমবার (৫ মে) দুপুরে গাইবান্ধা জেলা কারাগারের সামন থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে গাইবান্ধা সদর থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারকৃত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের হর্কাস মার্কেট মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকার মতিন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে জেল গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, জেল গেটে পুলিশের হাতে গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর হাইকোর্টথেকে জামিন পেয়েছেন জসিম। তাহার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই। কিন্তু তারপরেও কেন গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

খান মো. জসিম জেলা বিএনপি অফিস, যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মী সভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামিও তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি