গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে গাজীপুরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। সাবেক বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি বসির আহমেদ বাচ্চুর নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি গাজীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন বহন করেন।
এসময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। তাঁরা বলেন, “খালেদা জিয়ার দেশে আগমন আমাদের কাছে একটি নতুন আশার আলো। আমরা তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় হবো।”
মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply