আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা মেট্রো রেলের নিচে রাইসা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটি আংশিকভাবে পুড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং দোষীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনার ফলে মেট্রো রেলসংলগ্ন এলাকায় কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়রা এ ধরনের নাশকতার দ্রুত বিচার দাবি করেছেন।
Leave a Reply