ঢাকার সাভারের মজিদপুর কাঠালবাগানে পিতা আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জান্নাত নিজেই হত্যার কথা স্বীকার করে পুলিশকে খবর দেয়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করা হয়েছে। জানা যায়, ২০২২ সালে জান্নাত তার পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল, যার জেরে দীর্ঘদিন জেল খেটে বের হওয়ার পর তাঁরা আবার একসাথে বসবাস শুরু করেন।
ঘাতক জান্নাত পুলিশের কাছে জানায়, ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পিতাকে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply