গণঅধিকার পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেছে। এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন।
নুরুল হক নুর বলেন, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনার নির্দেশনায় পুলিশ ও আওয়ামী লীগ একসঙ্গে গণহত্যা চালিয়েছে। এই প্রতিবেদনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং গণহত্যার বিচার করার অবস্থান তৈরি হয়েছে ।
রাশেদ খান বলেন, ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ছয় মাসেও তারা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জনগণ ক্ষমা করবে না ।
গণঅধিকার পরিষদের এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, হাসান আল-মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতারা ।
এই কর্মসূচির মাধ্যমে গণঅধিকার পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেছে এবং সরকারের কাছে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
Leave a Reply