মার্কিন বাজারে ব্যবসা-কৌশল পাল্টে ফেলছে অ্যামাজনের চীনা প্রতিদ্বন্দ্বী ‘তেমু’
প্রকাশিত :
শনিবার, ৩ মে, ২০২৫
১৫
বার শেয়ার হয়েছে
ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণে চীনা ই-কমার্স জায়ান্ট পিডিডি হোল্ডিংসের মার্কিন শাখা ‘তেমু’ তাদের মূল ব্যবসার ধরনই বদলে ফেলছে। সস্তা চীনা পণ্য আমদানি করে বিক্রি করার যে মডেল তাদের মার্কিন বাজারে এত জনপ্রিয় করেছিল, সেটি তারা এখন পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে।
এর বদলে তেমু এখন থেকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক বিক্রেতাদের পণ্য বিক্রি করবে। অর্থাৎ সরাসরি চীন থেকে আমদানি করে আর কোনো পণ্য তারা মার্কিন ক্রেতাদের কাছে বিক্রি করবে না।
Leave a Reply