গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের বাসন মেট্রো থানা না নাওজুর রেংস ব্যাটারির রোড রুটির ফ্যাক্টরি পাশেই গ্যাস চুরির মাধ্যমে অবৈধভাবে চুলা জ্বালানো হচ্ছে সারাদিন। এলপি গ্যাস বোতল রাখে দেখানোর জন্য ব্যবহার করে লাইনের গ্যাস মাধ্যমে প্রায় দশটি বাড়িতে দুই থেকে আড়াইশো চুলা জ্বলতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানিয়েছে, ১ ইঞ্চি বিতরণ লাইন থেকে সরাসরি অবৈধ সংযোগ নিয়ে এসব চুলা চালানো হচ্ছে। এই অবৈধ সংযোগের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র, যার নেতৃত্বে রয়েছেন এক মজুমদার নামের ব্যক্তি। অভিযোগ রয়েছে, তাঁর সহযোগিতায় এবং তিতাস গ্যাসের এক কর্মকর্তার নীরব ভূমিকার মাধ্যমে প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে।
এই অবৈধ কর্মকাণ্ডে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের দাবি, গ্যাস সংকটে সাধারণ গ্রাহকরা যখন ভোগান্তিতে, তখন একটি প্রভাবশালী মহল দিনের পর দিন প্রকাশ্যে চুরি করে গ্যাস ব্যবহার করছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এভাবে চলতে থাকলে আমরা গ্যাস পাব কোথা থেকে? যারা চুরি করে ব্যবহার করছে, তাদের ঠেকানোর কেউ নেই।”
এলাকাবাসী দ্রুত তিতাস গ্যাস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন এবং এই অবৈধ সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করার জোর দাবি জানিয়েছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ যদি অবিলম্বে ব্যবস্থা না নেয়, তাহলে এই চক্র আরও বেপরোয়া হয়ে উঠবে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় চলতেই থাকবে।
Leave a Reply