প্রধান শাখা, গাজীপুর চৌরাস্তা, জি নং ৩১৯২গাজীপুর প্রতিনিধ। তারিখ: ১৬। ০ ৫।২০২৫
গাজীপুর জেলা মহানগর এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান শাখার উদ্যোগে গাজীপুর মহানগরের ১৩ নং ওয়ার্ড, বাসন, মেট্রো থানায় একটি নতুন শাখা গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সম্মানিত সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার নির্মাণ শ্রমিক ভাইরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই নতুন শাখা গঠনে সহযোগিতা করেন।
সভায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয় এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এই নতুন শাখার মাধ্যমে এলাকার নির্মাণ শ্রমিকদের সংগঠিত ও সচেতন করে তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখা হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply